Bangladeshi News
ইয়ুননানের লিচিয়াংয়ে হারিয়ে যেতে নেই মানা


ইয়ুননানের লিচিয়াং ওল্ড টাউনে পা রাখলেই মনে হবে এখানে সময় থমকে আছে বহুকাল ধরে। সংস্কৃতি আর প্রকৃতিও মিলেমিশে একাকার। প্রথমবারের মতো এখানে পা রাখলেই যে কেউ বলবে, এবার মনে মনে নয়, সত্যি সত্যিই হারিয়ে যাওয়ার পালা এসেছে।
পাথর-বিছানো সরু গলিপথে হাঁটতে হাঁটতে চোখে পড়বে নাসি জনগোষ্ঠীর বয়োজ্যেষ্ঠদের। সচরাচর ঐতিহ্যবাহী পোশাকে, শান্ত ভঙ্গিতে রাস্তায় হাঁটেন তারা। পাশ দিয়ে দেখা যাবে চিরচেনা জলচাকা।… বিস্তারিত
#



