Bangladeshi News

গণভোটের প্রচারে ব্যস্ত সিরাজগঞ্জের প্রশাসন, ভোটকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে জনমত যাচাইয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে প্রচারণা শুরু করেছে অর্ন্তবর্তী সরকার। সরকারের নির্দেশনায় গণভোটের প্রচারনায় ব্যস্ত সময় অতিক্রম করছে সিরাজগঞ্জের প্রশাসন।

এজন্য জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তথ্য অফিস, উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ ও এনজিওগুলোর মাধ্যমে চলছে উঠান বৈঠক, মতবিনিময় সভা, প্রামান্যচিত্র প্রর্দশণ ও সড়ক প্রচার করা হচ্ছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে মতবিনিময় সভা করা হচ্ছে। বিতরণ করা হচ্ছে গণভোটের লিফলেট ও প্রচারপত্র। ৯টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা এসব কার্যক্রম তদারকি করছেন। এদিকে, ভোট কেন্দ্রের নিরাপত্তায় জেলার ৬টি সংসদীয় আসনের ৯২৩টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গণভোটের প্রচারনা চালানো হচ্ছে। ব্যানার, ফেস্টুন, প্রচারপত্র ও লিফলেট সরকার থেকেই সরবরাহ করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম বলেন, গণভোটের প্রচারনা কার্যক্রমের উগ্রগতি পর্যালোচনায় প্রতিনিয়ত জেলা ও উপজেলা পর্যায়ে জুম মিটিং ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দায়িত্বপ্রাপ্তদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। এসব কার্যক্রমের উগ্রগতির প্রতিবেদন প্রতিদিন ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হচ্ছে।

জেলার প্রতিটি ভোট কেন্দ্র প্রয়োজনীয় সিসি ক্যামেরার আওতায় আনার কথা জানিয়ে রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম বলেন, ভোটের দিন এসব সিসি ক্যামেরা সার্বক্ষনিক মনিটরিং করা হবে। এছাড়াও চরাঞ্চলের কেন্দ্রগুলোর নিরাপত্তায় তুলনামূলক বেশি ফোর্স দায়িত্বে থাকবেন। চরাঞ্চলে কর্তব্যরতদের আসা যাওয়ার জন্য নৌকা, মোটরসাইকেল ও ঘোড়ার গাড়ি এবং আলোর স্বল্পতা দূরীকরণে ফগ লাইটের ব্যবস্থা করা হবে।

ক্ষতিগ্রস্থ কেন্দ্র ও রাস্তাঘাট প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ ভোট কেন্দ্রগুলোর অবকাঠামো মেরামত ও যাতায়াতের ক্ষতিগ্রস্থ রাস্তা মেরামতের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।



কুশল/সাএ




#

C. Nisad Hossain

• Nisad Hossain Bangladeshi News Publisher. Nisad Hossain Owner Of This Website. If any other Authors re-upload this Content immediately action will be taken with a copyright strike so don’t Republish it. Contact : itznisadhost@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!