Bangladeshi News

বিশ্ব ব্যবস্থা ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টাইনমায়ার। তিনি বলেছেন, তার নেতৃত্বে আমেরিকা প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করছে। পাশাপাশি বিশ্বব্যবস্থাকে যেন এমন এক ‘লুটেরাদের আড্ডায়’ পরিণত হতে না দেয়া হয়, যেখানে অসাধু লোকেরা ইচ্ছেমতো সবকিছু লুটে নেয়, বিশ্ববাসীর প্রতি সেই আহ্বানও জানান তিনি।

গত শনিবার (৩ জানুয়ারি) লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ‘মাদক-সন্ত্রাস’র অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।

এদিকে ট্রাম্প জানান, এখন থেকে ভেনিজুয়েলা আমেরিকাই চালাবে। সেখানকার তেলভাণ্ডারের ওপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন তিনি। ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসন এখন নানা পরিকল্পনা সাজাচ্ছে। ট্রাম্প বলেছেন, তার দেশ ভেনেজুয়েলার ওপর কয়েক বছর নিয়ন্ত্রণ বজায় রাখবে।
 
ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর কলম্বিয়া, কিউবা ও এমনকি প্রতিবেশী মেক্সিকোতেও সামরিক অভিযানের হুমকি দিয়েছেন ট্রাম্প। এখানেই শেষ নয়, গ্রিনল্যান্ড দখলেরও পায়তারা করছেন তিনি। বলছেন, কোনো আইন-কানুন মানবেন না। যে করেই হোক ডেনমার্কের মালিকানাধীন ভূখণ্ডটি নিয়ন্ত্রণে নেবেন তিনি।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন সেনার সর্বাধিনায়ক হিসেবে তার ক্ষমতা কেবলমাত্র নৈতিকতা দ্বারা নিয়ন্ত্রিত। অন্য দেশে সেনা অভিযানের পদক্ষেপ করার ক্ষেত্রে কোনো আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করবেন না তিনি।
 
ইরানের পরমাণু কেন্দ্রে বিমান হামলা এবং সেনা অভিযান চালিয়ে ভেনেজুয়েলার মাদুরোকে অপহরণের প্রসঙ্গ তুলে তার ক্ষমতার কোনো সীমা আছে কিনা জানতে চাওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যা, একটি জিনিস আছে। আমার নিজস্ব নীতি; আমার নিজস্ব মন। এটিই এক মাত্র জিনিস যা আমাকে থামাতে পারে। আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই।’
 
তার ওই মন্তব্যের পরই বার্লিন থেকে এল বিরোধিতার সুর। সাক্ষাৎকারে কড়া ভাষায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করলেন জার্মান প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও দেশটির নেতা নিকোলাস মাদুরোর অপহরণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই মুহূর্তে বিশ্বব্যাপী গণতন্ত্র আগের চেয়ে অনেক বেশি আক্রমণের শিকার হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট ওয়াল্টার বলেন, ‘আন্তর্জাতিক বিধিব্যবস্থা ভেঙে পড়ে যেন লুটেরাদের আস্তানায় পরিণত না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। না হলে নীতিহীন ক্ষমতাশালীরা তাদের যা মনে হবে সেটাকেই দখল করে নেবেন।’
 
যুক্তরাষ্ট্রের কারণেই বিশ্বে গণতান্ত্রিক পরিবেশ সঙ্কুচিত হচ্ছে বলে অভিযোগ তুলে ওয়াল্টার বলেন, ‘এখন আগের চেয়ে অনেক বেশি আগ্রাসী পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আমাদের।’



মাসুম/সাএ




#

C. Nisad Hossain

• Nisad Hossain Bangladeshi News Publisher. Nisad Hossain Owner Of This Website. If any other Authors re-upload this Content immediately action will be taken with a copyright strike so don’t Republish it. Contact : itznisadhost@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!