Bangladeshi News

শ্যামপুর ফ্লাইওভারের নিচে ৩ ককটেল বিস্ফোরণ

রাজধানীর শ্যামপুরে সন্ধ্যার পর ফ্লাইওভারের ওপর থেকে নিচে ২টি স্থানে তিনটি ককটেল নিক্ষেপের পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় হাতেনাতে একজনকে আটক করা হয়।

‎র‌বিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর কদমতলীর বিক্রমপুর প্লাজা ও সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফ্লাইওভারের ওপর থেকে কদমতলী থানা এলাকার বিক্রমপুর প্লাজার সমানে দুটি ও সেতু মার্কেটের সামনে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেলগুলো বিস্ফোরিত হওয়ার পর আশপাশের লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করেন। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যার পর শ্যামপুরের দুটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ককটেলগুলো ফ্লাইওভারের ওপর থেকে নিচে নিক্ষেপ করা হয়ে‌ছে। এ ঘটনায় একজন‌কে হা‌তেনা‌তে আটক করা হ‌য়ে‌ছে।




#

Nisad Hossain • Admin

• Nisad Hossain Bangladeshi News Publisher. Nisad Hossain Owner Of This Website. If any other Authors re-upload this Content immediately action will be taken with a copyright strike so don’t Republish it. Contact : itznisadhost@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!