Bangladeshi News
সরীসৃপতন্ত্র


***
টিলা থেকে নেমে কিছুদূর হেঁটে যাওয়ার পর আচমকা আলবাঁধানো পথটুকুও শেষ হয়ে যায়। সামনে জেগে ওঠে এক কিম্ভূতকিমাকার ব আকৃতির টুকরো জমি। দক্ষিণে তার বিশাল এক জলাশয়। বাকি তিন দিকে স্থল। সেই টুকরো জমিনে মানুষজন নানা কাজে ব্যস্ত। তুমি আবিষ্কার করো, ভিড়ের উজান ঠেলে তোমার পরিচিত কিছু মুখ একটা-দুটো করে ভেসে উঠছে। মুখগুলো তোমার পত্রিকা অফিসের সহকর্মীদের।
ওই যে বাতাবিলেবুর চারায় ঝাঁজরি দিয়ে পানি দিচ্ছে… বিস্তারিত
#



